Logo
Logo
×

সারাদেশ

শিশুর মৃত্যু

টেকনাফে হাসপাতালে হামলা, ভাঙচুর

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম

টেকনাফে হাসপাতালে হামলা, ভাঙচুর

টেকনাফে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে কয়েকজন স্বাস্থ্যকর্মী আহত হন। বুধবার রাতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার আবদুল জাব্বারের ছেলে মোহাম্মদ সিদ্দিক (৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্স হামলা ও ভাঙচুর চালান। শিশু পরিবারের দাবি চিকিৎসকের অবহেলার কারণে শিশুটি মারা যায়। 

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র জানান, বুধবার রাতে শিশুটি টমটম দুর্ঘটনায় আহত হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার রেফার করা হয়। স্বজনরা কক্সবাজার না নিয়ে উলটো শিশুটিকে বাড়িতে নিয়ে যান। 

পরে শিশুটির অবস্থার আরও অবনতি হলে পুনরায় হাসপাতালে নিয়ে আসার পথে শিশুর মৃত্যু হয়। টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে সামাধান করেন। 

শিশুটির বাবা আব্দুল জব্বার জানান, ভুল চিকিৎসার কারণে ছেলের মৃত্যু হয়েছে। চিকিৎসক আমাদের অন্য হাসপাতালে রেফার করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম