Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেফতার

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহ জনি শহরের আকুরটাকুরপাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। শাহ জনি এ হত্যা মামলার ৪১ নাম্বার আসামি।

র‌্যাব জানায়, রাতে শাহ জনিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহ জনিকে আদালতের কাছে হস্তান্তর করা হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড চাওয়া হয়নি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ জনকে আসামি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম