সাড়ে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
কুষ্টিয়া জেলার মিরপুর গোবিন্দপুর হাইওয়ে এলাকা থেকে ৫০ এমএলের ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া (৪৭) ব্যাটালিয়ন। এসব এলএসডির সিজার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে এলাকায় পিরোজপুর হতে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে এলএসডির একটি চালান রাজশাহী আসছে। এ পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান নিয়ে মেট্রোপলিটন পরিবহণের একটি বাস তল্লাশি করে। এ সময় ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। উদ্ধারকৃত এলএসডির আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।