Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে পিপিআর রোগের টিকা কর্মসূচি শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম

টাঙ্গাইলে পিপিআর রোগের টিকা কর্মসূচি শুরু

টাঙ্গাইলে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে ১৮ দিনব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। 

বুধবার সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর বাজারে জেলা প্রাণিসম্পদ দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের প্রাণিসম্পদ পরিচালক ফরিদা ইয়াছমিন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভেটেরিনারি পাবলিক হেলথের উপ-পরিচালক ডা. মোস্তফা আশরাফ, জেলা ট্রেনিং অফিসার ডা. শহীদুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেলা রানা ও ভেটেরিনারি সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিন। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকপ্লের আওতায় জেলার ১২টি উপজেলায় একযোগে পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন জেলায় প্রায় ১৪ হাজার ছাগল ও ভেড়াকে এ টিকা দেওয়া হয়। শেষে পরিচালক ফরিদা ইয়াছমিন ওয়ালটনের খামার পরিদর্শন করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম