Logo
Logo
×

সারাদেশ

ডেমরায় অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

ডেমরায় অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রাজধানীর ডেমরা থেকে অপহৃত মো. গোলাম আশরাফ হোসেন (৫০) নামে বিজিবির এক রেশন ব্যবসায়ীকে শ্যামপুর থেকে উদ্ধার করা হয়েছে।

এ সময় অপহরণকারী মো. শাহ আলমকে (৫০) গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। ওই দিন বিকালেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার দিনগত রাতে শ্যামপুর থানার ওসি মো. শফিকুল ইসলামের সহযোগিতায় পোস্তগোলা ব্রিজের নিচ থেকে অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। 

গত সোমবার সকাল ১০টার দিকে ডেমরার মুসলিমনগর জিরো পয়েন্ট এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে আশরাফকে অপহরণ করা হয়। তিনি বিজিবির রামু ব্যাটালিয়ন-৩০ এর রেশন ঠিকাদার। 

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন- ডেমরার মুসলিমনগর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে মো. শাহ আলম (৫০), একই এলাকার মো. ইসমাইল (৫০), আলমগীর (৪০) ও ঢাকার শ্যামপুরের নতুন মসজিদ এলাকার আ. রশিদের ছেলে আ. হাকিম (৪৫)। 

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, অপহরণের খবর পেয়ে প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হই। লেনদেনজনিত মিথ্যা বিরোধের জের ধরে গ্রেফতার শাহ আলম অপহৃতের ওপর নির্যাতন চালিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ করার পর। অন্যথায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় অপহরণকারীরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম