Logo
Logo
×

সারাদেশ

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলা

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলা

হামলাকারী রায়হান মিয়া। ছবি: যুগান্তর

রংপুরের পীরগাছা উপজেলার যুগান্তর প্রতিনিধি একরামুল ইসলামের ওপর হামলার অভিযোগে রায়হান মিয়ার নামে মামলা করা হয়েছে। রায়হান মিয়া উপজেলার বড় পানসিয়া (সরদারপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার দুপুরে যুগান্তর প্রতিনিধি একরামুল ইসলাম এ মামলাটি করেন। মামলার বিষয়ে নিশ্চিত করেছেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী। 

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ‘হিন্দু ঐক্যের’ একটি খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক একরামুল ইসলাম। খবর সংগ্রহ শেষে অজ্ঞাত এক ছেলের মাধ্যমে মুক্তিযোদ্ধা ক্যান্টিনের পেছনে তাকে ডেকে নিয়ে যান রায়হান। সেখানে গেলে রায়হান মিয়া বলে উঠেন, ‘আপনি খাদ্যবান্ধব কর্মসূচির নামে সংবাদ করেছেন কেন?’ প্রত্যুত্তরে একরামুল ইসলাম জানান, আমি অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে রায়হান মিয়া সাংবাদিক একরামুলকে কিলঘুসি মারতে থাকেন। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

তাৎক্ষণিক এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন বুলেট সাংবাদিক একরামুল ইসলামকে জানান, রায়হান পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) খায়রুল আলম জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামি রায়হানকে ধরার চেষ্টা চলছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম