পিরোজপুর বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম
![পিরোজপুর বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/02/PIROJPUR=BNP-CAR-NEWS=02-66fd5433e9133.jpg)
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু তার প্রাইভেটকারটি দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন। বুধবার রাতে গাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু জানান, বুধবার রাত প্রায় সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘরে থেকে বের হয়ে আগুন দেখে তিনি ডাক-চিৎকার করলে বাড়ির সবাই এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হন। আগুনে গাড়ির পেছনের দুটি টায়ার ও ভিতরের কিছু অংশ পুড়ে গেছে। পুড়ো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি প্রায় অকেজো হয়ে গেছে বলে জানান ওই নেতা।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা গাজী অহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে, এমনকি তারা তাদের অবস্থানকে জানান দিতেই এমন ঘটনা ঘটাতে পারে।
জানা গেছে, নোয়া মডেলের গাড়িটি লাভলু পারিবারিকভাবে ব্যবহার করতেন। গাড়িটি তার নিজ বাড়িতে রাখা ছিল।
পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।