সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টায় নিজ বাড়ি সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় গেল ২৭ আগস্ট সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামি করে মামালাটি দায়ের করেন।