Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:০২ পিএম

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম/সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গত সোমবার রাতে উপজেলার পুটিবিলা গৌড়স্থান লাকড়ীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রামের মৃত ফজল করিমের ছেলে ও পুটিবিলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট লোহাগাড়ার পদুয়া বাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ৬১ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ মোমেন নামের এক যুবক। গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম ওই মামলার ৪৬নং আসামি। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, জাহাঙ্গীরের নামে এলাকায় বেশ বদনাম রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলায় এজেহার নামীয় আসামি। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম