নব্য বিএনপিদের বিষয়ে সতর্ক থাকতে বললেন হাসান সরকার
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের সংকটময়কালে আন্দোলন সংগ্রামে না থাকলেও এখন কিছু নতুন বিএনপি নেতার তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এসব নব্য বিএনপিদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রাম করতে যেয়ে বিভিন্নভাবে মামলা-হামলা, কারাভোগ ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সামনের কাতারে স্থান দিতে হবে। দলের ত্যাগী নেতাদের প্রতি খেয়াল রাখতে হবে।
নিজের সহধর্মিণী সুলতানা রাজিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
মঙ্গলবার বাদ জোহর টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।
হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপি পরিচালিত হবে।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিশিষ্ট শিল্পপতি আবুল কাসেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক নজরুল ইসলাম, আলবার্ট পি কস্টা, আবু আহমেদ, মাহবুবুল আলম শুক্কুর, বশির আহমেদ বাচ্চু, শেখ মোহাম্মদ আলেক, সরকার শাহনূর ইসলাম রনি, সাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন শাহীন, আজিজুল হক রাজু মাস্টার, অধ্যাপক হারুন-অর-রশিদ, রায়হান আহমেদ হৃদয়, তাজুল ইসলামী বেপারী, আব্দুস সাত্তার মিয়া, সেলিম কাজল, তাঁতীদল নেতা সোহেল সিদ্দিকী, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভুঁইয়া, আলী আহমেদ টুকু, নুরুদ্দিন মীর প্রমুখ।