Logo
Logo
×

সারাদেশ

সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, মারা গেলেন ২ সন্তানের জননী

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম

সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, মারা গেলেন ২ সন্তানের জননী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে সাপের কামড়ে শিউলি দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর বাড়িতে ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হয় বলে জানা গেছে।

শিউলি দাস (২৮) উপজেলার ছোট রায়গ্রামের লিটন দাসের স্ত্রী এবং একই গ্রামের সুকুমার দাসের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

স্বজনরা জানান, সোমবার রাত ২টার দিকে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউলি দাসকে কামড় দেয়। পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাড়ফুঁক করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, মৃতের পরিবারের থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম