Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু যুগান্তরকে বলেন, মঙ্গলবার সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হন। তার নাম-পরিচয় জানা যায়নি। 

ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে হতে পারেন। 

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম