Logo
Logo
×

সারাদেশ

মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে আগুন, একই পরিবারের ৬ জন নিহত

Icon

সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে আগুন, একই পরিবারের ৬ জন নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ওই ঘরে বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনও তদন্ত চলছে। পরবর্তীতে জানা যাবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট আমরা পরীক্ষা করেছি, এসব ঠিক আছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম