Logo
Logo
×

সারাদেশ

সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা

২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। 

ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার বাদী সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারের অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলেকে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

ওসি আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম