Logo
Logo
×

সারাদেশ

প্রধান উপদেষ্টার নাম-ছবি দিয়ে ফরম বানিয়ে চাঁদা আদায়, আটক ৩

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

প্রধান উপদেষ্টার নাম-ছবি দিয়ে ফরম বানিয়ে চাঁদা আদায়, আটক ৩

খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম সম্বলিত ফরম বানিয়ে চাঁদা উঠানোর সময় তিনজনকে জনতা আটক করেছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ধৃতদের নামে সোমবার থানায় দেলুটি গ্রামের উত্তম বৈরাগি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, রোববার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ছবি ও নাম ব্যবহার করে ফরম তৈরি করে উপজেলার দেলুটি ইউনিয়ন ও বটিয়াঘাটা উপজেলার একটি প্রচারক চক্র। ফরমে চাঁদার মূল্য লেখা আছে ৮০ টাকা। এ টাকা আদায়কালে স্থানীয় জনতা তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আটকরা হলেন- হরণখোলা গ্রামের ইয়াসিন খার ছেলে মাসুম খা (২৪), একই এলাকার আইদ সরদারের ছেলে মনির আলম (৩০) ও বটিয়াঘাটা উপজেলার বারহাড়িয়া গ্রামের বিভুতি ঢালীর ছেলে মিথুন ঢালী (৩২)।

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ধৃতদের নামে প্রতারণার ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম