Logo
Logo
×

সারাদেশ

ভারতে মহানবিকে কটূক্তি

রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ এএম

রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদ।

শনিবার বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলার মির্জাপুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদ নেতারা বলেন, ভারতে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তিকারীর প্রকাশ্যে রাজপথে ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেব না। 

বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ মিছিল সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম