১৮ বছর পর সেনবাগে জামায়াতের রুকন সম্মেলন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সেনবাগ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
![১৮ বছর পর সেনবাগে জামায়াতের রুকন সম্মেলন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/28/Senbag-66f7d83f678cd.jpg)
দীর্ঘ ১৮ বছর নোয়াখালী সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিমের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী আমির ইসহাক খোন্দকার।
উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আবছারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইয়েদ আহম্মদ, উপজেলা নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল হুদা মিলন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ মিয়াজি, সেনবাগ পৌরসভা আমির মাওলানা ইয়াছিন মিয়াজি প্রমুখ।