Logo
Logo
×

সারাদেশ

গোয়ালন্দে ঋণের দায়ে জাকের পার্টি নেতার আত্মহত্যা

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

গোয়ালন্দে ঋণের দায়ে জাকের পার্টি নেতার আত্মহত্যা

ফাইল ছবি

গোয়ালন্দে দেনার দায়ে জর্জরিত জাকের পার্টির নেতা মো. ইউনুস খান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

তিনি উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। উজানচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ছিলেন। শুক্রবার ভোরে নিজ বাড়ির অদূরে ফাঁকা মাঠের মাঝে একটি আম গাছে ঝুলে এ আত্মহননের পথ বেছে নেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. সেলিম খান জানান, ইউনুস খান পেশায় একজন কৃষক ছিলেন। কৃষি কাজের ওপর তার পরিবার পুরোপুরি নির্ভরশীল। কয়েক বছর ধরে কৃষি কাজে একের পর এক লোকসান হতে থাকে। এতে করে তিনি অনেক দায়-দেনা হয়ে যান। দেনা মেটাতে তিনি একের পর এক পাঁচটি এনজিও সংস্থা থেকে ৬-৭ লাখ টাকা লোন নেন। কিন্তু কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেন না। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও দোকানপাটে অনেক দেনা ছিলেন। সব কিছু মিলে তিনি সব সময় মানসিক চাপে থাকতেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় আমি নিজ দায়িত্বে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম