নাজিরপুরে আ.লীগ নেতার দখলে এলজিইডির ভবন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ এএম
নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে থাকা এলজিইডির আওতাধীন একটি পাকা ভবন ও কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে আছেন আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র মিস্ত্রী ও তার পরিবার।
সরেজমিন বন্দরের দক্ষিণ প্রান্তের খাদ্য গোডাউনের প্রধান ভবনের পশ্চিম পাশের কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ সরকারি জমি, এলজিইডির আওতাধীন ফুড গোডাউনের গার্ড রুম ও ভবন দখল করে বসবাস করছেন নারায়ন চন্দ্র মিস্ত্রী।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারী বলেন, ওই সরকারি জমি ও ভবন দখল করে প্রায় ২০ বছর ধরে নারায়ণ মিস্ত্রী বসবাস করে আসছেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন, এলজিইডির প্রতিষ্ঠালগ্নে খাদ্যের বিনিময় বিভিন্ন কর্মসূচির প্রকল্পের কাজের বরাদ্দকৃত গম/চাল সংরক্ষণের জন্য এলজিইডি ওই ফুড গোডাউন নির্মাণ করেন। ওই জমি ও স্থাপনার দখল ছেড়ে দিতে দখলদারকে নোটিশ দেওয়া হলেও তিনি তা ছাড়ছেন না।
এ বিষয়ে অভিযুক্ত নারায়ন চন্দ্র মিস্ত্রির দাবি, তিনি ওই জমি ভ‚মি অফিসের মাধ্যমে একসনা লিজ নিয়ে ভোগ করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, শিগগিরই বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।