গাজীপুরে অভ্যুত্থান পরবর্তী ছাত্র-শ্রমিক জনতা মতবিনিময়
গাজীপুর (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম
গাজীপুরে ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা’ শীর্ষক ছাত্র-শ্রমিক-জনতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে। আন্দোলনকারী ছাত্র-শ্রমিক-জনতার উদ্যোগে গাজীপুর চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের আল নূর কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
আবদুল্লাহ আল মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল। বক্তব্য দেন গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাজেন্দ্রপুর শাখার পরিচালক মোশারফ হোসেন, ছাত্র প্রতিনিধি মহসিন উদ্দিন, বশির আহমেদ অপু, আশরাফুল হোসেন, নাবিল আল ওয়ালি, তানজিন, শ্রমিক প্রতিনিধি লিপি বেগম, আরমান হোসেন প্রমুখ।
এ সময় গাজীপুর এলাকার বিভিন্ন ছাত্র, শিল্প-কলকারখানার শ্রমিক, চাকরিজীবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব একটি শোষণহীন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার বাস্তবতা আমাদের সামনে উপস্থিত করেছে। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে প্রায় অর্ধেকই তরুণ ও যুব। তাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ে তোলা।