Logo
Logo
×

সারাদেশ

৬ লাখ টাকার জন্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

৬ লাখ টাকার জন্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লাকে কুপিয়ে হত্যা করে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

জানা গেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লা (২৫) বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ফিরছিলেন। ওই সময় বাড়ির সামনে ধারালো অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে তাকে ধানখেতে ফেলে রেখে যায়। ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রাহিমা বেগম তাকে খুঁজতে থাকেন। 

পরে ধানখেতে মোবাইলের আলো দেখে মা ও তার মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যান। পরে তারা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে নিহত আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। 

এ হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে শুক্রবার বিকালে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। নিহত আবুল কাসেম কলাগাছিয়া এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে। 

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই আবুল কাসেম গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেছেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। 

নিহতের মা রাহিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে। মুই এইয়ার বিচার চাই। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম