Logo
Logo
×

সারাদেশ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

মহানবীকে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মহানগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ থেকে বক্তারা বলেন, আমরা ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। প্রিয় নবীকে অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।

এ সময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম