Logo
Logo
×

সারাদেশ

জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

রাজশাহীতে জমি দখলের জন্য বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. আওয়াল (৫২) নামের এক ব্যক্তি। 

শুক্রবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

মো. আওয়ালের বাড়ি নগরীর লক্ষীপুর টিবি রোড এলাকায়। পেশায় তিনি মুদি দোকানি। গত ১৩ সেপ্টেম্বর এলাকার কতিপয় ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। বাড়ির সঙ্গে থাকা আওয়ালের মুদি দোকান, তার ছেলে লিমনের ফলের দোকান এবং ভাই বুলবুলের চায়ের দোকানও ভাঙচুর করা হয়েছে। দোকানের সব মালামাল লুট করে অগ্নিসংযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়াল অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফিরোজ, আলামিন, লিটনসহ ১০-১২ জন এ হামলা চালায়। বদিউজ্জামান বদি নামের এক ব্যক্তি তাকে উচ্ছেদ করতে এসব করাচ্ছেন। তিনিই তার জমি দখল করতে চান। 

আওয়াল বলেন, বদি পরপর তিনবার সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোট করেন এবং প্রতিবারই পরাজিত হন। ভোটের সময় বদির পক্ষে কাজ না করার কারণে এখন তাদের ওপর এ নির্যাতন চালানো হচ্ছে। এখন ভাঙা বাড়িতে কোনোরকমে তারা আছেন। ছাদ ভেঙে দেওয়ায় বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ালের দাদা আমির শেখ এলাকায় ৬ কাঠা জমি কিনেছিলেন। এর মধ্যে ৩ কাঠা জমিতে ১৯৫৯ সাল থেকে তারা বসবাস করছেন। গত ১৩ সেপ্টেম্বর তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। 

পরদিন আবার হামলা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দোকান গুঁড়িয়ে দেওয়া হয় ড্রেজার দিয়ে। এ নিয়ে আওয়াল নগরীর রাজপাড়া থানায় মামলা করতে যান। তবে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি আদালতে মামলা করেন।

আওয়াল বলেন, মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে আসামিরা ১৫ সেপ্টেম্বর আবারও হামলা চালায়। সেদিন কাজল, মলি, বদি, টুটুল, বাঁধন, রিংকু, ফিরোজ, মিম, আলামিন ও আনন্দসহ ২৫-৩০ জন আবারও হামলা চালায়। এ দিন আওয়ালের ছোট ভাই বুলবুলের বাড়ির সঙ্গে থাকা চায়ের দোকান ভাঙচুর করা হয়। বাড়িতে লুটপাট চালায়। একপর্যায়ে ঘরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

তিনি বলেন, এগুলো করেই সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি। তারা পরবর্তীতে আমরা তিন ভাইসহ আমাদের পরিবারের প্রায় সব সদস্যের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মিথ্যা মামলা করেছেন। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আসামিরা আমাদের বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের নানারকম হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি আমার বৃদ্ধ মা-বাবাসহ পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

আওয়াল তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন তাদের শাস্তির দাবি জানান। এছাড়া নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আওয়ালের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান বদি বলেন, ওরা সরকারি জায়গা দখল করে আছে। স্থানীয়রা বলেছে, দোকানগুলো ভেঙে নিয়ে তারা যেন রাস্তাটা ক্লিয়ার করে রাখে। এতদূর জানি। কেউ হামলা, ভাঙচুর, লুটপাট করেছে বলে শুনিনি। আর এগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তারা কেনো আমার নাম জড়িয়েছে, সেটাই এখন বুঝতে পারছি না।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমি থানায় যোগ দিয়েছি ১৮ সেপ্টেম্বর। এর আগের ঘটনা সম্পর্কে আমি কিছুই বলতে পারব না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। কেউ ভুক্তভোগী হলে তাকে অবশ্যই আইনগত সাপোর্ট দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম