Logo
Logo
×

সারাদেশ

গায়ে গরম পানি ঢেলে নির্যাতন, রাজমিস্ত্রির মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম

গায়ে  গরম পানি ঢেলে নির্যাতন, রাজমিস্ত্রির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে অমানবিক নির্যাতনে মো. ইসরাফিল (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মসজিদের ব্যাটারি চুরির অপবাদে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে কোমর ও হাত-পায়ে রশি দিয়ে বেঁধে গায়ে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজমিস্ত্রী মো. ইসরাফিল (২৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. নাসিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

অভিযুক্ত মো. কামরুল হাসান লিটন (৪৫) উপজেলার শৈলাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

নিহতের বাবা মো. নাসির অভিযোগ করে বলেন, গত ১৩ সেপ্টেম্বর সকালে  অভিযুক্ত কামরুল হাসান লিটনসহ তিনজন আমার বাড়ি থেকে আমার ছেলেকে ডেকে নিয়ে স্কুল মাঠে নির্যাতন করে। এমন অমানবিক নির্যাতনের পর আমার ছেলে মারা যায়। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, নির্যাতনের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম