অসীম কুমার উকিলসহ ৯৮ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবেক এমপি অসীম কুমার উকিলকে প্রধান আসামি করে ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।
কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী বুধবার সন্ধ্যার দিকে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন।
মামলার লিখিত অভিযোগে জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী কায়দায় মিছিলসহ বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হাইস্কুল রোডে অবস্থিত নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর বসতবাড়ি ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে ৮ লাখ টাকার ক্ষতি এবং ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।