Logo
Logo
×

সারাদেশ

অসীম কুমার উকিলসহ ৯৮ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম

অসীম কুমার উকিলসহ ৯৮ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবেক এমপি অসীম কুমার উকিলকে প্রধান আসামি করে ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। 

কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী বুধবার সন্ধ্যার দিকে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার লিখিত অভিযোগে জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী কায়দায় মিছিলসহ বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হাইস্কুল রোডে অবস্থিত নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর বসতবাড়ি ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে ৮ লাখ টাকার ক্ষতি এবং ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম