দেবিদ্বারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মনিরুল ইসলাম
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক শিক্ষার ওপর পরীক্ষা হয়। পরীক্ষায় মনিরুল ইসলাম সেরা কৃতিত্ব অর্জন করেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তাকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।
এর আগে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য নির্বাচিত হন।
১৮ বছর ধরে দায়িত্ব এবং সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় অবদান রাখছেন মনিরুল ইসলাম। তিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি ফতেহাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, ১৮ বছর শিক্ষকতা জীবনে এটা আমার একটা বড় অর্জন। ভবিষ্যতে যেন আমি আমার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আপনারা আমাকে সহযোগিতা ও দোয়া করবেন।