Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় পানি বাড়ায় চরের পেঁয়াজখেতের সর্বনাশ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

পদ্মায় পানি বাড়ায় চরের পেঁয়াজখেতের সর্বনাশ

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পদ্মায় পানি বাড়ায় চরের নিচু জমির পেঁয়াজখেতসহ অন্য ফসল ডুবে নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ, কালাই, আখ, কপি ও টমেটো খেত ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে লক্ষীনগর চরে গিয়ে দেখা গেছে, পেঁয়াজচাষি শাহ আলম, ইসমাইল হোসেন, কিতাব উদ্দিন নষ্ট পেঁয়াজ নিয়ে হাহাকার করছেন। পদ্মার পানি বাড়তে দেখে চাষিরা উঁচু করে আইল বাঁধছেন। এরপরও পেঁয়াজের জমিতে পানি প্রবেশ বন্ধ করতে পারছেন না। 

লক্ষীনগর চরের পেঁয়াজ চাষি ইসমাইল হোসেন বলেন, পদ্মার পানি বাড়তে দেখে উঁচু করে আইল বেঁধেও আগাম রোপণ করা পেঁয়াজের জমিতে পানি প্রবেশ বন্ধ করতে পারছি না।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান বলেন, পদ্মার চরের মোট জমির পরিমাণ ৬ হাজার ৩০ হেক্টর। এর মধ্যে আবাদি জমির পরিমাণ ৫ হাজার ৫৬০ হেক্টর। পদ্মার পানি বৃদ্ধির ফলে নিচু জমির কিছুটা পেঁয়াজ ও অন্য ফসলের ক্ষতি হয়েছে। এ সময়ে জলবায়ুর পরিবর্তনের কারণে পানি বাড়ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম