শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন: মামুনুল হক
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন; স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এ দেশে সমকামিতা আমদানি করার পাঁয়তারা করা হচ্ছে। সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা হতে পারে না। কুরআন সুন্নাহবিরোধী যেগুলো আইন গত সরকার করেছে সেগুলোকে সংশোধন করতে হবে এবং সেখানে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার আহবান করেন তিনি।
জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা জালালুদ্দীন, মওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মওলানা আবুল হাসানাত জালালীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেন।