জমিজমার বিরোধে চরভদ্রাসনে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ এএম
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আমিনুল ইসলামকে ধারালো চাকু দিয়ে তার চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৭টার দিকে গাজীরটেক ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩৫) উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের মোজাহার মুন্সীর ছেলে।
অভিযোগে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার চাচাতো ভাই আজিজ মুন্সী (৪৫) ও আকবর আলী মুন্সী (৩০) মিলে ধারালো চাকু দিয়ে আমিনুল ইসলামের পেটে আঘাত করলে তিনি বাড়ির পাশে ছাহের মোল্যার বাজারে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে।
পরে স্থানীয়রা আহতকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক ডা. ফারজানা আক্তার মুমূর্ষ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার বিকালে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফফার জানান, মামলার এজাহারের কাজ চলমান রয়েছে। আসামিরা গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।