Logo
Logo
×

সারাদেশ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র

১৭ কোটি টাকার ক্যাবল আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ এএম

১৭ কোটি টাকার ক্যাবল আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের (সিপিজিসিবিএল) ১৭ কোটি টাকার তামার ক্যাবল আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিদর্শক আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।

মামলার অন্য আসামিরা হলেন সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক ইকবাল হোসেন এবং কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার তামার ক্যাবল অনুমতি ছাড়াই বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। গত আগস্টে তিনটি কন্টেইনারে ৫৬.৯০ টন ক্যাবল গোপনে বিক্রি করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি ৭ লাখ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম