প্রতারণার মামলা সাবেক সংসদ সদস্য আউয়ালসহ গ্রেফতার ২
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ এএম
প্রতারণার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও হাভেলী প্রোপার্টির এমডি এমএ আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া হাভেলী প্রোপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও গ্রেফতার করা হয়। বুধবার বিকালে রাজধানীর কলাবাগান থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক সংসদ-সদস্য আউয়াল হাভেলী প্রোপার্টি ডেভেলপমেন্টের এমডি। প্রতারণার ঘটনায় আদালতের নির্দেশনার বুধবার কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে একটি মামলা হয়। সেই মামলায় একই দিন বিকাল ৫টায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হাভেলী গ্রুপের অফিস থেকে তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ। আওয়ালের সঙ্গে একই মামলার এজাহারনামীয় আসামি হাভেলী প্রোপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও গ্রেফতার করা হয়েছে।