Logo
Logo
×

সারাদেশ

আহত চবি শিক্ষার্থীকে দেখতে গেলেন জামায়াত নেতারা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

আহত চবি শিক্ষার্থীকে দেখতে গেলেন জামায়াত নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইলকে দেখতে গেলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতারা।

বুধবার দুপুরে বায়েজিদে তার বাসায় গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, জামায়াত নেতা নুরুল হুদা, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

এ সময় এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য ৬ আগস্ট থেকেই দেশে বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে। যেখানে শহিদের মায়ের কান্না এখনো থামেনি, আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজ দিশেহারা, সেখানে আমরা দেখছি, ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবারো একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের গুলিতে বহদ্দারহাট এলাকায় আহত হন মোহাম্মদ ইসমাইল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম