Logo
Logo
×

সারাদেশ

সাঁতার শেখাতে গেলে মেয়ে নিখোঁজ, খুঁজতে গিয়ে বাবাও নিখোঁজ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

সাঁতার শেখাতে গেলে মেয়ে নিখোঁজ, খুঁজতে গিয়ে বাবাও নিখোঁজ

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গেলে পানিতে ডুবে মেয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে বাবাও নিখোঁজ হন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৫৫) এবং মেয়ে রাফসা (১২)। তারা কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসতিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। অতঃপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।

ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম