সাজেক থেকে ফেরার পথে দুই পর্যটককে অপহরণ চেষ্টা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দুই পর্যটক ও তাদের গাড়িচালককে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপারের কক্ষে সাংবাদিককের কাছে অপহরণচেষ্টার বর্ণনা দেন ভিকটিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা এসএম নাহিদ উজ্জমামান ও মামুন ফকির।
তারা বলেন, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি আমাদের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে। পরে আমাদের রাস্তা থেকে একটু ভেতরে পার্শ্ববর্তী করাত কলের পাশে নিয়ে মোবাইল, জাতীয় পরিচয়পত্র নিয়ে ফেলে দেয়। আমাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। এ সময় তারা আমাকে মারধর করে। একপর্যায়ে দরকষাকষিতে ২০ লাখ টাকায় রাজি হয়। পরে সাজেকে রিসোর্ট কেনার কথা বলে পরিবারের কাছে ২০ লাখ টাকা চাইতে বলে। বিষয়টি আমার এক স্বজনকে (মামা) জানাই। পরে আমাদের পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ির পুলিশ সুপারকে অবগত করে। পুলিশ সুপার আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে অপহরণকারীরা নম্বরটি ট্রুকলারে চেক করে। ট্রুকলারে পুলিশ সুপারের নাম দেখে অপহরণকারীরা আমাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পুলিশকে কিছু না বলার ভয়ভীতি দেখায়। দুপুর দেড়টার দিকে তারা আমাদের ছেড়ে দেয়। জিম্মিদশা থেকে বেরিয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসি।
তিনি আরও বলেন, অপহরণকারীরা সাজেকে আমরা কোনো রিসোর্টে ছিলাম তাও অবগত ছিল। তাদের কথাবার্তায় মনে হয়েছে তারা আমাদের আগে থেকেই অনুসরণ করেছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আমরা অপহরণের মামলা নেব। বিষয়টা তদন্ত করব। পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপহরণের সঙ্গে জড়িত তাদের আমরা খুঁজে বের করে আইনের আওতায় আনব।