Logo
Logo
×

সারাদেশ

পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৮

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেফতার ৮

আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই, শুক্কুর আলী, জাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলার রনি ও রাব্বি মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান ও জাহিদুল এবং কুমিল্লা জেলার শাহাপরান।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য একটি মহল প্রতিদিন বিভিন্ন কারখানার সামনে দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে সোমবার রাতে ৮ জনকে গ্রেফতার করা হয়। তার পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ স্বীকার করেছে। তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম