Logo
Logo
×

সারাদেশ

দীঘিনালার লারমা স্কয়ারে সহিংসতার ঘটনায় মামলা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ এএম

দীঘিনালার লারমা স্কয়ারে সহিংসতার ঘটনায় মামলা

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন সংলগ্ন লারমা স্কয়ারে সহিংসতায় ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক। 

সহিংসতার ৫ দিন পর মঙ্গলবার দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক নুর উদ্দিন বাদী হয়ে ফৌজদারি আইনে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়, বেআইনিভাবে জনতা দলবদ্ধ হয় মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সংঘটন, হত্যার উদ্দেশ্য মারধর, ক্ষতিসাধন, অগ্নিকাণ্ড ও হত্যা করার অপরাধ সংগঠিত করেছে। মামলার এজাহারে সহিংসতায় ৩ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন হয় বলে উল্লেখ করা হয়েছে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষ ও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে আসামিদের আটক করা হবে।

উল্লেখ্য গত বুধবার খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে ছড়িয়ে  পরে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম