Logo
Logo
×

সারাদেশ

পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ

Icon

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সারোয়ার আলম (২৭) নামে একজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমে দেওয়া এক তথ্য বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে আদরা এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্য বহন করা প্রায় ১ হাজার ৫০ কেজি ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে। অভিযানে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানিউল আলম।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, চোরাচালানের মাধ্যমে পাচার করার সময় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে কসবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম