সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানির খবরে আদালত ফটকে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন শুনানির খবর পেয়ে আদালত ফটকে বিক্ষোভ করেছেন ছাত্ররা।
সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ করেন।
এ সময় তারা বলেন, স্বৈরাচার আমলে প্রতিটি মেগা প্রকল্পে লুটপাটের পরিকল্পনাকারী ও ছাত্র-জনতাকে খুনের সহযোগী ছিলেন এমএ মান্নান। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ হাসিনা সরকারের দুর্নীতি খবর বেরিয়ে আসবেন।
এছাড়া ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পরও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন ছাত্রনেতারা। তারা মান্নানসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পৃথক প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াকুব আলী, এনডি উসমান গণি, সাইমন এবং জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, তারেক মিয়া প্রমুখ।