কুষ্টিয়ায় চেয়ারম্যানের ওপর প্রতিপক্ষের হামলা-গুলি
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবীর বিশ্বাসের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ হামলার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাতিয়ান ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সায়েম আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান কবীর বিশ্বাসের ভাতিজা তুহিন বলেন, রোববার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আটিগ্রাম চার রাস্তার মোড় নামক স্থানে ছাতিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনসহ ২০-২৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পেটানো হয়। এক রাউন্ড গুলিও করা হয়। স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ছাতিয়ান ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সায়েম আহত হয়েছেন।
ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, রোববার রাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তাকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।