Logo
Logo
×

সারাদেশ

সাবেক পরিকল্পনামন্ত্রীর শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

সাবেক পরিকল্পনামন্ত্রীর শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। রোববার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারে যৌথভাবে এ বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ বলয়ের নেতাকর্মীরা।

রোববার বিকাল ৫টায় পাগলা বাজারের সেতুর পূর্ব পাগলা পাড় থেকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন বলয়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে পাগলাবাজার বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে আসেন।

অপরদিকে বাজারের পশ্চিমপ্রান্তে হাইস্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে থেকে মিছিল বের করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ বলয়ের নেতাকর্মীরা। পরে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীরা মিলে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সর্বোচ্চ বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী বিক্ষোভ সভায় এমএ মান্নানের যথাযথ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর।

এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা নূর ইসলাম, মুজিবুর রহমান, শাফিক মিয়া, সাদির মিয়া, তাজুদ মিয়া, মুছব্বির মিয়া, হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিবুর রহমান, সহ-সামাজিক বিষয়ক সম্পাদক আঙ্গুর মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য আবদুল মজিদ, জহিরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মেম্বার, জয়কলস ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নূর ইসলাম, উপজেলা যুবদল নেতা মনছুর উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, বিগত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এমএ মান্নানকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন শুক্রবার এমএ মান্নানকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম