
প্রিন্ট: ১০ মার্চ ২০২৫, ০৭:১১ এএম
হাওড়ে ট্রলার ডুবে পর্যটক নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

আরও পড়ুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড় পর্যটন এলাকায় পর্যটকবাহী ট্রলারডুবিতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার চর দেওঘর এলাকার হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। ২৪ ঘণ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পর্যটকবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ মোহাম্মদ আরিফ (৫০) পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।
জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে ওঠে আসতে পারলেও মোহাম্মদ আরিফ গভীর পানিতে ডুবে নিখোঁজ হন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনার পর থেকেই কাজ করছে। তবে রোববার বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।
অষ্টগ্রাম থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে অপেক্ষা করছেন।