Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে সালমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন, দোহার-নবাবগঞ্জ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

নবাবগঞ্জে সালমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ঢাকার নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা হয়েছে। 

শনিবার রাতে উপজেলার কলাকোপা খন্দকার হাটি গ্রামের এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও হত্যাচেষ্টা আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩-৪শ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় আরও আসামি হয়েছেন- সাবেক এমপি খন্দকার হারুন অর রশিদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ গেটের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদীসহ ছাত্র-জনতা। এ সময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোটাসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়।

ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ নেতাকর্মীরা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটনায়, লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় বাদী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ছাত্র-জনতা এদিক-ওদিক ছুটে চলে যায়। বাদীকে একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে পা ভেঙে আহত করে। পরে মৃত ভেবে ফেলে যায়। পরে আন্দোলকারীরা তুলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সালমান এফ রহমানকে প্রধান আসামি করে গত ২৫ আগস্ট দোহার থানায় ও ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় আরও দুটি মামলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম