নারায়ণগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় আসামির ফাঁসির রায়
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)। তিনি শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তীকে (২২) হত্যা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তানসম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এ রায় বাস্তবায়ন করে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটায়।