Logo
Logo
×

সারাদেশ

জমির বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

জমির বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেছেন দাদা, চাচা ও চাচাতো ভাই। আহত শেলি খাতুন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

শনিবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শেলি খাতুন (২৪) যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে। তিনি ইপিজেডে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন।

শেলির বাবা নুর ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি জিকে ক্যানালের কালিনদী সংলগ্ন স্থানে বসবাস করেন। সরকারি এই সম্পত্তি নিয়ে তার বাবা ও ভাইদের সঙ্গে বিরোধ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শুক্রবার চাপড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সেলিমুজ্জামান সুজন আপস মীমাংসা করে দেন। কিন্তু সকালে তার বাবা, ভাই ও ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে  বাড়ির সীমানার বেড়া ভাঙচুর ও  অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় বাড়িতে থাকা তার অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন ভাঙচুরের ঘটনা ভিডিও ধারণ করলে হামলাকারীরা তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে পিটিয়ে আহত করে। 

শেলি খাতুন জানান, তিনি সকালে বাইরে হাঁটাহাঁটি করার সময় ১৫-১৬ জন তার বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়ির সীমানার বেড়া ভাঙচুর করতে থাকে। তিনি ভাঙচুরের ঘটনা ভিডিও করার সময় তার চাচা ও চাচাতো ভাই তাকে পিটিয়ে আহত করে। 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম