সীমান্তে তিন রোহিঙ্গা নারীসহ আটক ১৭
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
ঝিনাইদহ জেলার মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা ও ১২ বাংলাদেশি নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩ জন রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশি নারী ও মাইক্রোবাস চালকসহ দুজন পুরুষ। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নাটোর, নারায়ণগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।
শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক আজিজুর শহীদ।
তিনি জানিয়েছেন, অভিযান পরিচালনা করে মাটিলা সীমান্তে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই মাইক্রোবাসের ভেতর থেকে ৩ রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশি নারী, একজন পুরুষ ও মাইক্রোবাস চালককে আটক করা হয়। দালালের মাধ্যমে আটককৃতরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।