Logo
Logo
×

সারাদেশ

‘জামায়াত বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না’

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

‘জামায়াত বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না’

সাইফুল আলম খান মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন বলেছেন-জামায়াতে ইসলামী বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না।

শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা রাতদিন হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের জামায়াতের ভাইয়েরা, ছাত্র শিবিরের ভাইয়েরা মন্দিরের সামনে নামাজ আদায় করেছেন। সামনের পূজাতে আমরা হিন্দু ভাইদেরকে বলেছি যেকোনো সহযোগিতা আমরা তাদের করব। আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ইসলামে আছে যার যার ধর্ম সে সে পালন করবে।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. বদর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব, শামসুল ইসলাম আল বরাটি বক্তব্য রাখেন। পরে  আন্দোলনে নিহত রাজবাড়ীর তিন পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম