Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ এএম

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী উপর হামলা ও  ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সোমভাগ ইউনিয়নের দেপশাই  নয়াপাড়া খেলার মাঠে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ শাওনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও এখনও সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সভাপতি জিলানী উপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি করছি। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম