কচুয়ায় শহিদ হাসানের পরিবারের পাশে জামায়াত
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতের আমির ড. শফিকুর রহমানের নির্দেশক্রমে ঢাকা বসুন্ধরা সিটির জামায়াতে ইসলামী একটি প্রতিনিধিদল ও চাঁদপুরের কচুয়া উপজেলা জামায়াতের নেতারা উপজেলার তুলাতুলী গ্রামের কবির হোসেনের ছেলে নিহত হাসানের পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন।
এ সময় জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কচুয়া শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কচুয়া পৌরসভার সভাপতি মো. মফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, নিহত হাসান ঢাকা বসুন্ধরা সিটির একটি লাইব্রেরিতে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি সে একাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও পানি সরবরাহর করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।