Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে ৭ দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

টাঙ্গাইলে ৭ দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়ভিত্তি বন্ধের সিদ্ধান্ত সঠিক। তবে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ৬৪ থেকে ২০২৪ এর সব গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এটা কোনভাবেই গ্রহণযোগ্য না। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনার দাবি জানান।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে সাত দফা দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নবাব আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম