
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

আরও পড়ুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে আছেন সীমান্তবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাটখোলা ক্যাম্পের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলার এলাকায় বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যদের বাধায় তা বন্ধ হয়ে যায়।
বিজিবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১নং পিলারের সাব পিলার ৩৭ ও ৩৮ এলাকার ভারতের ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া মজুত করে বিএসএফ। হাটখোলা বিওপি কমান্ডার মো. সাইদুল বারী কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্ততিকালে বিএসএফকে বাধা প্রদান করেন। একইসঙ্গে সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করেন।
শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ ২৮১নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে। কাউকে কিছু না জানিয়ে তারকাঁটার বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বিজিবি সদস্যরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।